বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার আশ্বাস দিয়ে তাদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আন্দোলনরত সহপাঠীদের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, ক্লাসে ফেরার বিষয়ে সিদ্ধান্ত তারা আজ জানাবেন।
উপাচার্যকে অপসারণের দাবিতে অনড় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে গতকাল বুধবার বিকালে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ে বিকাল সোয়া ৪টা থেকে প্রায় ৭টা পর্যন্ত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ও শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষকদের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সবই শিক্ষার্থীদেরও বলেছেন মন্ত্রী।
পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি না করার নিশ্চয়তা দেন তিনি।