রেনেসাঁ যুগের বিখ্যাত ইতালীয় চিত্রকর রাফায়েলের একটি আলোচিত চিত্রকর্ম নিলামে উঠছে আগামী ডিসেম্বরে।
নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’র অনুমান, চিত্রকর্মটির মূল্য আনুমানিক ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ৪০০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।
১৬শ’ শতাব্দীতে কালো চক দিয়ে আঁকা রাফায়েলের ১৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ১১ ইঞ্চি প্রস্থের এ চিত্রকর্মটির নাম ‘হেড অব অ্যান অ্যাপোস্টল’। তার বিখ্যাত চিত্রকর্ম ‘ট্রান্সফিগারেশান’র জন্য একটি প্রস্তুতিমূলক চিত্র ছিলো এটি।
সোথবি জানায়, গত ৫০ বছরের মধ্যে রাফায়েলের হাতে আঁকা এ ধরনের মাত্র দু’টি চিত্রকর্ম নিলামে উঠেছে।
এর আগে ২০০৯ সালে লন্ডনের নিলামঘর ক্রিস্টি’র নিলামে ‘হেড অব মিউজ’ নামের আরেকটি কালো চকে আঁকা চিত্রকর্ম বিক্রি হয়। এটির দাম উঠেছিলো ২ কোটি ৯২ লাখ পাউন্ড।
সোথবি আরো জানায়, বর্তমানে চ্যাটসওয়ার্থের ডেভনশায়ার কালেকশনের অংশ ‘হেড অব অ্যান অ্যাপোস্টল’ ব্যক্তিগত সংগ্রহে থাকা রাফায়েলের কয়েকটি কাজের একটি।
বর্তমানে মাদ্রিদের প্রাদো মিউজিয়ামে এ শিল্পীর বিভিন্ন কাজের একটি প্রদর্শনীতে রয়েছে এটি।
৫ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠেয় এ নিলামে ডেভনশায়ার কালেকশনে থাকা মধ্যযুগের দুটি পাণ্ডুলিপিও তোলা হবে। ১৫শ’ শতাব্দীতে প্রস্তুত করা এসব পাণ্ডুলিপিতে বিভিন্ন যুদ্ধ, দুর্গ ও যোদ্ধাদেরও ছবি আঁকা রয়েছে।
এগুলোর একটির মূল্য আনুমানিক ৬৪ লাখ থেকে ৯৬ লাখ ডলার, এবং অপরটির মূল্য ৪৮ লাখ থেকে ৮০ লাখ ডলার উঠবে বলে মনে করছে সোথবি।