বৈশ্বিক নারীবিষয়ক মার্কিন বিশেষ দূত মিলানি এস ভারবির আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন। পাঁচ দিনের এ সফরে তিনি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় নারীর অগ্রগতি বিষয়ে মার্কিন অঙ্গীকার নিয়ে কথা বলবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মিলানি ভারবির মরক্কো থেকে বাংলাদেশ সফরে আসবেন। ৮ সেপ্টেম্বর তাঁর পার্বত্য চট্টগ্রাম সফরের কথা রয়েছে। তিনি বান্দরবানে পরিবেশ ও নারীর অর্থনৈতিক স্বাধীনতার বিষয়ে আদিবাসী নারীদের সঙ্গে কথা বলবেন।

এছাড়া ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্ববিষয়ক ১০ দিনের এক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।