চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বড় জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটছে না বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে বন্দরের বহির্নোঙরের ‘চার্লি’ অ্যাংকরেজে বাংলাদেশি পতাকাবাহী এমভি আতিকুর রহমানের সঙ্গে থাইল্যান্ডের পতাকাবাহী এমভি ভিজিত্রা নারির সংঘর্ষ হয় বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
বন্দরের উপ-সংরক্ষক নাজমুল আলম বলেন, সকালে ভিজিত্রা নারি নোঙর করার সময় চার্লি অ্যাংকরেজে আগে থেকে দাঁড়ানো এমভি আতিকুর রহমানকে ধাক্কা দেয়।
বন্দর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, এমভি আতিকুরের নোঙরের সঙ্গে ভিজিত্রা নারির প্রপেলার আটকে গেছে। বন্দরের দুটি টাগবোট গিয়ে তা ছোটানোর চেষ্টা চলছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বলেন, দুর্ঘটনা ঘটলেও বন্দর চ্যানেলে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না।
এমভি ভিজিত্রা নারি জাহাজটি সিঙ্গাপুর থেকে গম নিয়ে বৃহস্পতিবার ভোররাতে বহির্নোঙরে ভেড়ে। এমভি আতিকুর রহমান আগে থেকেই চার্লি অ্যাংকরেজে ছিল।