নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় লাখ টাকার বেশি জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কামতাল এলাকায় থেকে এসব জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হচ্ছেন- আসাদুজ্জামান মিল্টন (২৩), সোহেল রানা (২৪) ও জালাল উদ্দিন (২৮) ।

বন্দর থানার ওসি আকতার হোসেন জানান, সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসের তিনযাত্রীর কাছ থেকে ১ লাখ ৬৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। চক্রটি দীর্ঘদিন ধরেই জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান ওসি।