বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে থাকা পাঁচ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনার পাশাপাশি তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে।
সেনা সদরদপ্তর বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তার মধ্যে সেনা সদরে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসানকে মেজর জেনারেল করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সেনা সদরে দপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কাদিরকে মেজর জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে করা হয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট।
এ ছাড়া নন কমিশনড অফিসার্স একাডেমির (এমসিও) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আব্দুর রহমানকে পদোন্নতি দিয়ে সেনাসদরের সামরিক সচিবের (এমএসএইচকিউ) দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার্স কমান্ড্যান্ট (জিওসি) করা হয়েছে।
নবম পদাতিক ডিভিশনের জিওসি এম মমিনুর রহমানকে করা হয়েছে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি)।
বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট মেজর জেনারেল আবুল হোসেনকে মিরপুর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদকে করা হয়েছে চট্টগ্রামের ২৪ পদাতিকের জিওসি।
এ ছাড়া সেনা সদরের সামরিক সচিব (এমএসএইচকিউ) মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজিকে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব দেওয়া হয়েছে।