চীনের দক্ষিন-পশ্চিমাঞ্চলে শুক্রবার বেশ কয়েক দফা ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে প্রায় ২০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া।
চীনের ইউনান ও গুইজো প্রদেশের সীমান্তে সংঘটিত এ ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক কম্পনটির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭ । ভূ-পৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল বলে চীনের আর্থকোয়ার্ক নেটওয়ার্ক সেন্টারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিনহুয়া। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা গেছে।
বড় ভূমিকম্পটির পরপরই আরও কয়েকটি অপেক্ষাকৃত লঘু ভূ-কম্পন ওই এলাকায় আঘাত হানে বলে জানিয়েছে সিনহুয়া।