রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের মধ্যে সাত জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- মোহনপুরের মতিহার গ্রামের মোজাম্মেল হক (৪৫), মান্দার ছোটমুল্লুক গ্রামের শহিদুল ইসলাম (৪০), একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের জসিম উদ্দিন (২৬), রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র শামীম হোসেন (১৮), রবিন নামের এক ব্যক্তি, উপজেলার পালশা গ্রামের ব্র্যাক কর্মকর্তা অজিত কুমার মরকার ও সইপাড়া গ্রামের হাফিজ উদ্দিন।

বাকিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

মোহনপুর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, `শনিবার সকাল ৭টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস এবং মোহনপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী হিউম্যান হলার (ইমা) উপজেলার বিদিরপুর ও খয়রার মাঝামাঝি পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। হাসপাতালে ভর্তির পর মারা যায় আরও ৭ জন।

বাকি আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।