ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া গ্রামে বৃহস্পতিবার রীমা (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

রীমা চরনারানদিয়া গ্রামের হারুন সিকদারের মেয়ে। সে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের মধ্যে ঝুলতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বোয়ালমালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল কুমার দে  জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই স্কুলছাত্রীর লাশ ফরিদপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।