ইন্দো-বাংলা মিসেস অদ্বিতীয়া বিউটি কনটেস্ট ফারিয়া সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের মুখোমুখি হলেন গতকাল বসুন্ধরা সিটির ক্যাপরিকর্নস রেস্তরাঁয়। এ সময় ফারিয়ার মাথায় মুকুট পরিয়ে দেন নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু।
উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী শুভ্রদেব, সোহেল মেহেদী, নৃত্যশিল্পী বেবী, পাপড়ী, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, নির্মিতা শহীদ রায়হান, অভিনেতা নাজমূলসহ অনেকেই।
ফ্যাব কমিউনিকেশনের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে ফারিয়ার ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। সবশেষে ফারিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাড়াও জীবনের অনেক কথা তুলে ধরেন।