বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় বাংলা ছবির নন্দিত অভিনেত্রী কোয়েল মলি্লক। বর দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক নসিপাল রানে। সমপ্রতি কোয়েল-নসিপালের মধ্যে ভালোবাসার খবরটি মিডিয়ায় প্রচার হয়েছে।
অথচ এই লাভবার্ড গত পাঁচ বছর ধরে সবার অগোচরেই প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছেন। সমালোচকরা বলছেন, কোয়েল বাস্তব জীবনেও ভালো অভিনেত্রী। তা না হলে, গত পাঁচ বছর ধরে প্রেম করা সত্ত্বেও মিডিয়ায় তাদের সম্পর্কের কথা ঘুনাক্ষরেও প্রকাশিত হয়নি।
এ প্রসঙ্গে কোয়েল বলেন, ছবিতে আমাকে অনেকবার বিয়ে করতে হয়েছে। এবার বাস্তব জীবনে কনে সাজব। সব ঠিকঠাক থাকলে আসছে জানুয়ারিতেই বিয়ে করতে যাচ্ছি।