চিকিৎসকদের শহরকেন্দ্রিক না হয়ে গ্রামের মানুষও যাতে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পায়, সেজন্য সচেতন হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর আগারগাঁওয়ে বুধবার ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের চিকিৎসা সেবা খাত যেন রাজধানীকেন্দ্রিক বা শহরকেন্দ্রিক না হয়। দরিদ্র জনগণের পক্ষে রাজধানী বা বড় শহরে এসে চিকিৎসা নেয়ার আর্থিক সামর্থ্য নেই।”
প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, “দুঃখের বিষয়, চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চায় না। এই মানসিকতার পরিবর্তন করতে হবে। ঢাকার বাইরে থাকবে বলে আমরা এডহক ভিত্তিতে ডাক্তার নিলাম। কিন্তু এখন তারা আবার ঢাকায় ঘুর ঘুর করে। তাদের মনে রাখতে হবে যে, একজন ডাক্তার হওয়ার পিছনে দরিদ্র শ্রমিক ও কৃষক এবং করদাতাদের টাকা খরচ হয়।”
প্রধানমন্ত্রী বলেন, “অনেক জায়গায় যাই। শুনি উপজেলায় ডাক্তার নাই।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় রেলওয়ে হাসপাতালের সঙ্গে সরকার একটি সাধারণ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
“শুধু ঢাকায় নয়। সকল জেলায় হাসপাতাল করার চিন্তা আমাদের রয়েছে। বিভাগীয় হাসপাতালগুলোকে প্রথমে ধরতে হবে”, বলেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের নামফলক উন্মোচন করেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, যোগ্যতার ভিত্তিতেই চিকিৎসকদের পদোন্নতি হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পারিশ্রমিক বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “২০ হাজার টাকায় তো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের চলবে না। নিউরো সার্জনের অপারেশনের সময় চেম্বারে রোগী দেখার জন্য মন ঘুর ঘুর করলে তো চলবে না।”
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের স্বায়ত্ত্বশাসন দরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকসহ সাংসদ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২৪০ কোটি টাকা ব্যয়ে আগারগাঁওয়ে নির্মিত তিনশ’ শয্যার ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতালে স্নায়ু রোগের চিকিৎসার আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।
একই অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ওপেন হার্ট সার্জারির ত্রিশ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল্লাহ আল সাফী মজুমদার এ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন।