ডেসটিনি ২০০০ এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ পাঁচ কর্মকর্তার জামিন বাতিল করেছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে করা দুদকের মুদ্রা পাচারের দুটি মামলায় আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আখতারুজ্জামান এ আদেশ দেন।
জামিন বাতিল হওয়া বাকি চারজন হলেন ডেসটিনি গ্রুপের সভাপতি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল হারুন অর রশিদ, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, পরিচালক মো. গোফরানুল হক ও মোহাম্মদ সাঈদ উর রহমান।
গত ৬ আগস্ট এ মামলায় হাকিম আদালত থেকে জামিন পেয়েছিলেন তাঁরা। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ তাঁদের জামিনে মুক্তির আদেশ দিয়েছিলেন। তাদের জামিন বাতিলের জন্য দুদকের করা রিভিশন আবেদনের শুনানি শেষে আজ এ আদেশ দেন আদালত।
গত ৩১ জুলাই কলাবাগান থানায় রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ ডেসটিনির ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুটি মামলা করে দুদক। মামলায় বলা হয়, সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, আদালত জামিন বাতিল করায় পুলিশ এখন যে কোনো সময় আসামিদের গ্রেপ্তার করতে পারে।
তিনি জানান, এ দুই মামলার বাকি ১৭ আসামির জামিন বাতিলের জন্যও রিভিশন আবেদন করা হয়েছে। আদালত পরে এর শুনানি করবে।