তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন এই দুই নেতা জানিয়ে দিলেন, মন্ত্রিত্ব নয়, রাজনীতিই তাদের কাছে শেষ কথা তাই মন্ত্রিসভায় যোগ দেয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন |  

তোফায়েল আহমেদ বলেন, “প্রথমত, এই মুহূর্তে আমি রাজনৈতিক, মানসিক ও সামাজিকভাবে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নই; দ্বিতীয়ত, আমাকে কাপাসিয়া উপনির্বাচনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, এখন আমি নির্বাচন পরিচালনার সেই দায়িত্বই ভালোভাবে পালন করতে চাই |” “মন্ত্রিত্ব থেকে দল অনেক বড় | নিজেকে আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসেবে পরিচয় দিয়ে ধন্য মনে করি | সেই লক্ষ্যে নিয়েই দলের সঙ্গে সম্পৃক্ত আছি | দলের হয়ে কাজ করে যাই |”

রাশেদ খান মেনন: মন্ত্রিসভা গঠন ও রাষ্ট্র পরিচালনায় ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের কোনো ধরনের অংশগ্রহণ ছিল না| এ কারণে এক বছর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মন্ত্রিসভায় যোগ না দিলেও ওয়ার্কার্স পার্টির সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। মন্ত্রী হওয়ার আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে মহাজোটের শরিক দলটি।