পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে  দুর্নীতি মামলা পুনরায় শুরু করার জন্য দেশটির সর্বোচ্চ আদালতের দাবী মেনে নিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে মামলাটি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আদলতে যে  দ্বন্দ্ব চলছেল তার আশু সমাধান হতে পারে। এই বছরের গোড়ার দিকে সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীকে আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করে ।
 
মংলবার শুনানির সময় বর্তমান প্রধানমন্ত্রী আশরাফ আদালতে বলেন যে তিনি সুইস ব্যাংক কর্তৃপক্ষকে আগের যে চিঠিতে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত স্থগিত করার কথা বলা হয়েছেল তা প্রত্যাহার করে নেওয়ার জন্য আইনমন্ত্রীকে নির্দেশ দেবেন।
 
আদালত আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে মিঃ আশরাফকে সুইসারল্যান্ডের কাছে চিঠি পাঠানোর আগে চিঠির খসড়া আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে।