লিবিয়ার প্রেসিডেন্ট বলেন বেনগাজীতে আমেরিকার কন্সুলেটে আক্রমণে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিষ্টাফার ষ্টিভেন্স এবং তিনজন আমেরিকান নিহত হন তা ছিল পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা।
যুক্তরাষ্ট্র ভিত্তিক এন বি সি চ্যানেলে সাক্ষাতকার দেওয়ার সময় প্রেসিডেন্ট মোহাম্মদ এল মাগারিফ বলেন ঐ হামলার সংগে ইসমাল বিদ্বেষী চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের কোন সম্পর্ক নেই।
এই আক্রমণ চালনো হয়েছিল সুনিপুন ভাবে। আর এর অর্থ হচ্ছে বিক্ষোভকারীরা কি ভাবে আক্রমণ চালাবে তার কোন না কোন প্রশিক্ষণ তারা আগে থেকেই নিয়েছিল।