যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন ওসামা বিন লাদেনের মৃত্যু সত্বেও আল কায়দার সন্ত্রাসী হুমকী অব্যাহত রয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলান রবিবার টেলিভিশনে বলেন যুক্তরাষ্ট্র আল কায়দাকে কলাকৌশলগত ভাবে পরাজিত বিবেচনা করে না। কিন্তু তিনি বলেন সন্ত্রাসী সংগঠনের পতন ঘটানোয় বিন লাদেনকে নির্মূল করা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক।
এর আগে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে যেগুলো যুক্তরাষ্ট্রের বাহিনী পাকিস্তানে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের আস্তানা থেকে নিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিন লাদেন টেলিভিশনে নিজেকে দেখছেন এবং বিবৃতি প্রকাশের আগে তা অনুশিলন করছেন।