ইরাকে কর্মকর্তারা বলছেন যে রোববার দেশের বিভিন্ন স্থানে উপর্যুপরি বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন। এ সব আক্রমণের ঘটনা ঘটেছে প্রধানত শিয়া অধ্যূষিত এলাকায়, নিরাপত্তা বাহিনীর মধ্যে এবং দেশের অন্যত্র। অন্তত ৮টি শহর এই সব আক্রমণের শিকার হয়েছে।
সব চেয়ে মারাত্মক আক্রমণের ঘটনাটি ঘটে রাজধানী বাগদাদের উত্তরে তাজি এলাকায়, যেটি এক সময়ে আল ক্বায়দার শক্ত ঘাটিঁ ছিল। সেখানে কয়েক মিনিটের মধ্যে উপর্যুপরি তিনটি বোমা বিস্ফোরিত হয় । কর্মকর্তারা বলছেন যে ঐ বিস্ফোরণে আটজন নিহত এবং ২৪ জনের ও বেশি লোক আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই পুলিশ
বাগদাদের দক্ষিণে কুত এলাকায় একজন আত্মঘাতী বোমাবাজের আক্রমণে অন্তত তিন জন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। আর রাজধানীর উত্তর পুর্বাঞ্চলের বালাদ রুজ একটি গাড়ি বোমায় দু জন পুলিশ নিহত হয়।অন্য শহরগুলোও আক্রমণের শিকার হয়।
রোববারের এই সব বিস্ফোরণের জন্যে এখন ও কেউ দায় স্বীকার করেনি তবে আল ক্বায়দার স্থানীয় সঙ্গীরা সাধারণত ঐ গাড়ি বোমা আক্রমণের কৌশলটি ব্যবহার করে থাকে।