কমসে কম ৩৭ জনের প্রাণ বিনাশ হয়েছে – প্রাণে বেঁচে থাকতে পারেন এমোন লোকজনের খোঁজে , সন্ধান তত্পরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মিরা ।
মঙ্গলবার পুলিশ কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেছেন – সাগরপথে যাত্রি সাধারণের জীবন বিপন্ন করা নিয়ে ঐ নাবীকদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে – এছাড়া হংকংয়ের ঐ মারাত্মক নৌ দূর্ঘটনা নিয়ে বিস্তারিত আর কিছু বলা হয় নি ।
সোমবার দিনের শেষে হংকং ইলেকট্রিক পাওয়ার কোম্পানীর একটি ফেরী নৌযানের সঙ্গে আরেকটি যাত্রি নৌযানের ধা্ক্কা লাগলে ইলেকট্রিক পাওয়ার কোম্পানীর নৌযানটি কয়েক মিনিটের মধ্যেই ডুবে যায় । ঐ নৌযানটিতে কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবার পরিজন মিলিয়ে প্রায় এক শ’ ২০ জনের মতো যাত্রি ছিলেন । তাঁরা ছুটির দিনে আতস বাজির উত্সব দেখতে গিয়েছিলেন ।
দূর্ঘটনার কারণ সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি এখনো ।