১০ কোটি টাকা মানহানির ক্ষতিপূরণ চেয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সাতজনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা করতে পারেন । গত বছর ৬ জুলাই সংসদ ভবনের সামনে পুলিশি হামলার শিকার হওয়ার ঘটনায় তিনি এ মামলা করতে যাচ্ছেন।
মামলা প্রস্তুত আছে। বুধবারই ফাইল করা হতো। কিন্তু বিরোধী দলীয় চিফ হুইপ আসতে না পারায় ফাইল করা হয়নি। চিফ হুইপ বৃহস্পতিবার আসলে ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি ফাইল করা হবে।