আজ সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বসতে যাচ্ছে এ যাবতকালের নাচের সেরা রিয়েলিটি শো ‘নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ গ্র্যান্ড ফিনালের জাঁকালো আসর।

সেরা ১০ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান।দর্শকদের এসএমএস ভোট ও বিচারকদের রায়ে নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ বিজয়ীকে পাওয়া যাবে।

সেরা ১০ প্রতিযোগী হলো— শীতল, তুষার, মীম, প্রথমা, তন্বী, সাজিন, রাসেল, হেনা, সাবি ও মন্দিরা।
গ্র্যান্ড ফিনালের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বিশেষ চমক ও অভিনবত্ব।

থাকবে ফেরদৌস, পুর্ণিমা, নিপুন, মোনালিসা, শুভ, ইমন, মীম, নাদিয়াসহ দেশ সেরা তারকাদের বিভিন্ন চোখ ধাঁধানো পারফরমেন্স।