বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পূর্বঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা পুলিশি মারধরের শিকার হয়েছেন।শিক্ষকরা মিছিল নিয়ে কদম ফোয়ারার দিকে পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে।
ব্যারিকেড ভেঙ্গে শিক্ষকরা সামনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ঘটে। পরে প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শিক্ষকরা।
তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে নন এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডুসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।
এসময় বেশিরভাগ শিক্ষক কান্নায় ভেঙে পড়েন। তারা পুলিশের মারমুখী আচরণে ক্ষোভ প্রকাশ করছেন।