তুরষ্কের সংসদ দেশের সীমান্তের বাইরে সামরিক তৎপরতা চালানোর পক্ষে ভোট দেন। এর আগে সীমান্তের ওপার থেকে মারাত্নক মর্টার হামলার জবাবে বৃহস্পতিবার সিরিয়ায় লক্ষ্যস্থলে তারা হামলা চালায়। মর্টার হামলায় তুরস্কে ৫জন অসামরিক ব্যাক্তি নিহত হয়।
সহকারি প্রধানমন্ত্রী বেসির আতালে বলেছেন এক বছরের মেয়াদের ওই পদক্ষেপ যুদ্ধ ঘোষণা নয়। বরং সিরিয়া যাতে আগ্রাসী ভুমিকা না নেয় সেই লক্ষ্যে প্রতিনিবৃত্তকরণ পদক্ষেপ।
তু্র্কী কর্মকর্তা বলেন তার সরকার অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সম্বনয়ের মাধ্যমে পদক্ষেপ নিচ্ছে।