২০০৬ সালে নির্মিত রাকেশ রোশন পরিচালিত ‘কৃষ’ এর সিক্যুয়েল ‘কৃষ ৩’  ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে বিবেক উবরয়কে।

বিবেক বলেছেন, আমি ‘কৃষ- ৩’ নিয়ে খুবই উত্তেজিত। আমার করা চরিত্রটি একজন ভয়ঙ্কর মানুষের। একে দর্শক অনেক দিন মনে রাখবে। আমার কাছে মনে হয়েছে এই ছবিতে করা তার ভিলেন চরিত্রটি বলিউডের আধুনিক গাব্বার সিং।

বলিউডের বহুল আলোচিত ‘কৃষ-৩’, যাতে ঋত্বিক রোশনকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ।

আজ মুক্তি পাবে বিবেকের কমেডি ছবি ‘কিসমত, লাভ, পয়সা, দিল্লি’। বর্তমানে তিনি ‘জিলা গাজিয়াবাদ’ ও ‘জয়ন্ত ভাই কি লাভ স্টোরি’ নামে দুটি ছবির কাজ করছেন।

দীর্ঘ কয়েক বছরে বিবেকের অভিনীত ছবি হিটের তালিকায় তেমন না থাকলেও ২০১২ সালটা বিবেকের জন্য বিশেষ কিছু বলে মনে করছেন তিনি।