নতুন রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী ফ্রন্টের আহ্বায়ক ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সৃষ্ট চলমান সংকট নিরসনে নতুন ফর্মুলা প্রকাশ করেছেন ।
শনিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী ফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার নতুন ফর্মুলা প্রকাশ করেন।
এতে তিনি বলেন, নির্বাচনকালীন কে সরকার প্রধান থাকলেন তা মুখ্য বিষয় নয়। নির্বাচন কমিশনকে যদি শক্তিশালী করা যায়, তাহলে সুষ্ঠ নির্বাচন করা সম্ভব। এজন্য সরকারি ও বিরোধী দলের ঐক্যমম্যের ভিত্তিতেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে।