আজ রোববার তুরস্ক পঞ্চম দিনের মতো সিরিয়ায় পাল্টা গোলা ছুড়েছে। এই আক্রমণটি চালানো হয় সিরিয়া থেকে নতুন করে তুরস্কের সীমান্তবর্তী গ্রাম আকচাকালেতে । সেখানেই এর আগে সিরিয়ার আরেকটি আক্রমণে পাজ্জন অসামরিক লোক নিহত হয়।
তুরস্কের নিউজ চ্যানেল এনটিভি জানায় যে ঐ গোলাটি একটি সরকারী ভবনের প্রাঙ্গনে গিয়ে পড়ে। এই সর্বসাম্প্রতিক ঘটনায় তাৎক্ষনিক ভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এ দিকে তুরস্কের সীমান্তবর্তী হাতায় প্রদেশে সিরিয়ো সরকারের এক চৌকিতে , বিদ্রোহীদের পতাকা ওড়ানো হয়। সরকার বিরোধী যোদ্ধারা ঐ ভবনটি দখল করে নেয়। সিরিয়ান অবজারভেটারী ফর হিউমান রাইটস বলেছে যে বিদ্রোহীরা ১২ ঘন্টা লড়াইয়ের পর শনিবার খিরবাত আল জোজ শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করে।
রোববারই সিরিয়ার সৈন্যরা উত্তরের আলেপ্পো ও হমস শহরে এবং দামেস্কের আশ পাশে ও দক্ষিণের গ্রামগুলিতে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটি পুনর্দখলের অভিযান চালায়।