বিল গেটস সোমবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎকালে এই অভিমত ব্যক্ত করেছেন।বিল গেটস আরও বলেন, আপনার সুপরিকল্পিত, আধুনিক ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।মাইক্রোসফটের চেয়ারম্যান শিশুমৃত্যুর হার হ্রাসে বাংলাদেশের সাফল্যের জন্য জাতিসংঘ এমডিজি-৪ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেন, তাঁর সরকার অন্যান্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, তাঁরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি কৃষি ও নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। বৈঠককালে আঙ্কটার্ডের নেতা আগামী বছরে দোহারে অনুষ্ঠেয় আঙ্কটার্ড শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, শেখ হাসিনার উপস্থিতি শীর্ষ সম্মেলনকে সাফল্যমণ্ডিত করবে।