সোমবার বেলা পৌনে ১২টায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
সরকারদলীয় সংসদ সদস্য ডা. মতিউর রহমানের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপ-নির্বাচন আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ১৮ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ২১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ও ১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৮ নভেম্বর ভোটগ্রহণ করা হবে।
এ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ খুরশীদ আনোয়ার।
গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর থেকে জাতীয় সংসদের ১৩২ নম্বর (টাঙ্গাইল-৩, ঘাটাইল) আসনটি শূন্য ঘোষিত হয়।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ভারতের মাদ্রাজের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. মতিউর রহমানের মৃত্যু হয়।