আগামী ১৮ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিতব্য টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে মোট ৯৬টি ভোটকেন্দ্র থাকবে। আর এসব ভোটকেন্দ্রে মোট ৫৮৫টি ভোটবুথ থাকছে।
এখানে মোট ভোটারের সংখ্যা দুই লাখ ৭১ হাজার ৩২৯ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৫৪৩ জন। এ আসনে মোট ১১টি ইউনিয়ন রয়েছে।
তফসিল অনুযায়ী, অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র দাখির করতে পারবে। ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ হলো ১ নভেম্বর।
এ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা কমিশনের পক্ষ থেকে নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।
একই সঙ্গে তিনি সব দলকে এ নির্বাচনে অংশ নেয়ারও আহ্বান জানান।