বাংলাদেশে বৌদ্ধ সমাজকে লক্ষ্য করে যে সহিংসতা হয়, পার্শ্ববর্তী দেশ বর্মায় তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে।
 
প্রায় ৪০০ ভিক্ষু বর্মার রাখাইন প্রদেশে সিথওয়ের রাস্তায় মার্চ ক’রে, বাংলদেশি কনসুলেটের সামনে যায় প্রতিবাদ বিক্ষভের জন্য।  পুলিশের কর্মকর্তারা বলেন আরও ১০০০ মানুষ সেখানে সমবেত হয়।
 
প্রতিবাদকারীরা কনসুলেটে একটি চিঠি দেয় এই দাবী জানিয়ে যে বাংলাদেশি সরকার যেন কক্স বাজার ও অন্যান্য এলাকায় বসবাসরত বৌদ্ধদের বিরুদ্ধে আক্রমণ প্রতিরোধ করার জন্য আরও পদক্ষেপ নেয়।