মঙ্গলবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটক ডাকাতদের কাছ থেকে ১০ রাউন্ড গুলি, একটি পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতদের নাম আব্দুর রহিম, সফিকুল ইসলাম, আফসার আলী, কামাল ও শহীদুল ইসলাম। এর মধ্যে আব্দুর রহিমের বাড়ি পার্বর্তীপুর উপজেলায় এবং অন্যদের বাড়ি দিনাজপুর সদর উপজেলায়।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দিনাজপুর শহরের ২নং উপশহর এলাকার তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে রাত ২টার দিকে ১০/১৫ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে অপর সহযোগী ডাকাতরা পালিয়ে যায়।
পুলিশ আটক ডাকাতদের কাছ থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি দেশী পিস্তল, ৪টি রামদা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।