বুধবার বেলা সাড়ে ১১টায় দুদকের মাসিক ব্রিফিংয়ে দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী বলেন, সোনালী ব্যাংক যদি হলমার্কের টাকা উদ্ধারের জন্য মামলা না করে তাহলে সোনালী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধেই সহায়তাকারী হিসেবে মামলা করবে  দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তিনি আরও বলেন, হলমার্কের টাকা উদ্ধারের দায়িত্ব দুদকের নয়। দুদক হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে শুধু আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান ১০ পরিচালককে শিগগিরই সম্পদ বিবরণীর জন্য নোটিশ পাঠানো হবে বলে তিনি জানান।