বুধবার রাতে ভয়ংকর ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় দ্বীপ হাতিয়া। কোন পূর্বাভাস না থাকায় ইলিশ মৌসুমে হাজার হাজার জেলে সাগর ও নদীতে থাকায় বহু হতাহতের ও নিখোঁজের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
সকাল পর্যন্ত ৬ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। তবে রাস্তাঘাট বন্ধ থাকায় ও মোবাইল ফোন কোম্পানির টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকৃত খবর পাওয়া সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছে প্রশাসন। দশটা নাগাদ আরো একজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়।