রামু, টেকনাফ এবং উখিয়ায় বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে আগামীকাল কক্সবাজারে যাচ্ছেন সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতারা।

পরিদর্শন শেষে ১৬ সদস্যের এ আইনজীবী প্রতিনিধি দল একটি তদন্ত প্রতিবেদন তৈরি করবে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম ও সদস্য সচিব সুব্রত চৌধুরী।

ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনজীবী নেতারা কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করবে।

প্রতিনিধি দলে থাকবেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সৈয়দ রেজাউর রহমান, ব্যারিস্টার তানিয়া আমীর, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আবু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি কে এম সাইফুদ্দিন আহম্মেদ, সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, সাবেক সম্পাদক নুরুল ইসলাম সুজন এমপি, মো. মাহবুব আলী, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হক রিপন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সংগঠক মো. হেলাল উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব, মোহাম্মদ আলী, সাবেক নির্বাহী কমিটির সদস্য নজিবুর রহমান ও শেখ আলী আহম্মেদ খোকন।