সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী চীনের মো ইয়ান আকস্মিক ভাবেই তার মৌনতা ভংগ করে তিনি বলেন যে তিনি আশা করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভিন্ন মতাবলম্বী লেখক লিউ জিয়াবো যেন শিঘ্রী বন্দী অবস্থা থেকে মুক্তি পান।
মো বৃহস্পতিবার এই সম্মান জনক পুরষ্কার লাভ করলেন যখন অন্যান্য ভিন্ন মতাবলম্বীরা তার সমালোচনা করে যে তিনি আগে কখনো লিউ এর ব্যপারে সোচ্চার হননি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী লিউ ১১ বছর ধরে কারাবন্দী রয়েছেন।
শুক্রবার মো-র নিজের শহর সানডং প্রদেশে এক সাংবাদিক সম্মেলনে রিপোর্টারের প্রশ্নের জবাবে তিনি ঐ মন্তব্য করেন।