আগামী ১৫ই নভেম্বর থেকে ঢাকা ও মালের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করার ঘোষণা দিয়েছে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’ । এর ফলে সার্কভুক্ত আরো একটি দেশের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ স্থাপিত হবে।
‘মালদিভিয়ান’-এর বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মিস আইসাদ ফারাহ হাবিব আজ (শনিবার) ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান, তাদের এয়ারবাস ও এ-৩২০ বিমান ঢাকা থেকে ভারতের চেন্নাই হয়ে মালের পথে সপ্তাহে ৩ দিন-শনি, মঙ্গল ও বৃহস্পতিবার- যাতায়াত করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত মালদ্বীপের ডেপুটি হাই কমিশনার এবং চার্জ দ্যা এফেয়ার্স আহমেদ আদিল জানান, এই সহজতর বিমান যোগাযোগের মাধ্যমে দুই দেশের পর্যটনশিল্প বিকাশের একটি সেতু বন্ধন প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশি পর্যটকরা মালে আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ সাপেক্ষে ভিসা প্রাপ্তির সুযোগ পাবেন।
এয়ার গ্যালাক্সি লিমিটেডের প্রতিনিধি আহমেদ আদিল জানান, ঢাকা-মালে সরাসরি বিমান যোগাযোগের ফলে দু’দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। বিশেষ করে মালদ্বীপে কর্মরত বাংলাদেশিরা ঝামেলামুক্ত ও সরাসরি যাতায়াতের সুযোগ পাবেন। অন্যদিকে দক্ষিণ ভারতের চেন্নাই-এর সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের ফলে ভ্রমণকারী ও উন্নত চিকিৎসা প্রত্যাশীদের সহজ যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে।