গ্রেফতার হওয়া সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আজিজুর রহমানকে হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুদকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখার সাবেক ম্যানেজার।
সোমবার বেলা ১টা ৪০ মিনিটের এর দিকে ডিএমপির রমনা থানা এলাকা থেকে গ্রেফতার এ ব্যাংক কর্মকর্তাকে দুদকের ৬ সদস্যের একটি টিম সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে। এতে নেতৃত্ব দেন দুদকের জ্যেষ্ঠ উপ পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।
দুদক সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলেও জানায় ওই সূত্র।
রোববার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৩।