আওয়ামীলীগ নেতা, সাবেক আবাহনী ফুটবলার, বর্তমানেবাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিজেএমসি ফুটবল দলের পরিচালক আরিফ খান জয় গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের সাথে খেলার সময় অস্ত্র নিয়ে মাঠে ঢুকে পড়েন। অথচ ফিফার নিয়ম মোতাবেক অস্ত্র বৈধ হলেও তা নিয়ে কেউ মাঠে ঢুকতে পারবে না। এদিকে মঙ্গলবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালেমোহামেডানের বিপক্ষে বিজেএমসির খেলা চলাকালে তিনি অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করেন বিরতির সময়।খেলা চলাকালীন জয় রেফারীকে শাসান। রেফারির কাছে জাবাবদিহিতাও চান। ফিফা রেফারি আজাদ রহমানেরকাছে গিয়ে জানতে চান, বিজেএমসির বিপক্ষে কেন বাঁশি বাজাচ্ছেন!