বর্মার পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অব্যাহত দাঙ্গায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
 
বৃহস্পতিবার রাখাইন  রাজ্যের কর্মকর্তারা বলেন যে গত একদিনে  অন্তত ১২ জন নিহত হয়েছে। তারা হুশিয়ার করে দিয়েছেন যে রোববার সহিংসতা আবার শুরু হবার পর থেকে নিহতদের সংখ্যা ৫০ এ পৌছুতে পারে। তারা বলছেন যে বহু লোক এতে আহত হয়েছে এবং অনেকেই নিখোজ আছে।
 
বর্মী প্রেসিডেন্টের দপ্তর থেকে ভয়েস অফ আমেরিকাকে Zaw Htay বলেন যে  এই পরিস্থিতি মোকাবিলায় , প্রথমত রাজ্য সরকার কারফিউ আরোপ করেছে । দ্বিতীয়ত প্রেসিডেন্ট সম্প্রতি আদেশ দিয়েছেন , সেখানে আরও নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে।
 
বর্মার কর্মকর্তারা বৃহস্পতিবার আরও বলেছেন যে  আটটি প্রার্থনা স্থান সহ প্রায় দু হাজার ঘর বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে ।
 
এ দিকে রেঙ্গুন থেকে জাতিসংঘের সমন্বয়ক অশোক নিগম এক বিবৃতিতে বলেছেন যে জাতিসংঘ এ ব্যাপারে ভীষণ উদ্বিগ্ন এবং বলেন যে এই দাঙ্গার কারণে নারী ও শিশুসহ হাজার  হাজার লোক ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।