শিক্ষা ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি সম্পর্কিত তথ্য জানতে সেখানে অভিযোগ বাক্স বসানো হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

প্রতিদিন ওই বাক্স খুলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেছেন, শিক্ষাভবনে কাজ করতে এসে ঘুষ লাগে না মানুষের মধ্যে এ ধারণা সৃষ্টি করতে হবে।এ সময় দুর্নীতিবাজ কর্মকর্তাকর্মচারীদের ভালো হয়ে যাওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।বৃহস্পতিবার বিকালে শিক্ষাভবন চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

 

এক কর্মচারী বুধবার এক শিক্ষকের কাছে ঘুষ দাবি করে শিক্ষামন্ত্রীর কাছে ধরা পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে খাগড়াছড়ি বদলি করা হয়।

 

মাউশির মহাপরিচালক অধ্যাপক মো. নোমান উর রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারুক, মো. ইকবাল খান চৌধুরী ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বক্তব্য দেন।