অর্থপাচারের তারেক রহমানের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। পাচারের অন্য একটি মামলায় গত ২৩ জুন ঢাকার আদালতে খালেদার ছোট ছেলে কোকোর ৬ বছর কারাদণ্ড ও ১৯ কোটি টাকা জরিমানা করা হয়।
রোববার ঢাকার বিশেষ জজ মোজাম্মেল হোসেনের আদালতে মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীমের বক্তব্য শোনার মধ্য দিয়ে শুরু হয় সাক্ষ্যগ্রহণ।
চার বার শুনানি পেছানোর পর গত ৮ অগাস্ট এ মামলায় তারেকের পাশাপাশি তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ গঠন হয়। তারেক পলাতক হলেও মামুনকে কারাগার থেকে রোববার আদালতে আনা হয়।
অভিযোগপত্রে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে ‘নির্মাণ কনস্ট্রাকশন’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে তারেক ও মামুন ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচার করেন।