বিয়ের দাবিতে ধর্ষকের বাড়িতে অবস্থ্থান নিয়েছে এক ধর্ষিতা। তিন দিনেও বিয়ে না হওয়ায় ধর্ষিতা আত্মহত্যার ঘোষণা দিয়েছে।
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার কাঠিরা গ্রামের ওই তরুণী বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে একই গ্রামের লোকনাথ মন্দিরে কীর্তন শুনতে যান। সে সময় একই এলাকার নিমাই ঢাকীর কলেজপড়ূয়া ছেলে সুমন ঢাকী কৌশলে ওই তরুণীকে বাড়ি পেঁৗছে দেওয়ার কথা বলে কাঠিরা হাসপাতালের পশ্চিম পাশে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। তরুণীর চিৎকারে সুমন পালিয়ে যায়। ওই রাতেই তিনি বিয়ের দাবিতে ধর্ষক সুমনের বাড়িতে হাজির হয়।
প্রভাবশালী একটি মহল সুমনের পক্ষ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। ওই তরুণী জানান, সুমনের সঙ্গে বিয়ে না হলে সে আত্মহত্যা করবে।