ঢাকার লালবাগে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম ঝান্টু মিয়া (২৮)। গতকাল রোববার ২২/২, নবসাহা রোডে মিম কমিউনিটি সেন্টারের স্যুয়ারেজ লাইন পরিষ্কার করতে গিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ঝান্টু ভোলা জেলার লালমোহন থানার রামগঞ্জের মোতাহার হোসেনের ছেলে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে, স্যুয়ারেজ লাইন পরিষ্কার করতে ভেতরে গিয়ে দীর্ঘ সময়েও সেখান বের হয়ে না এলে লোকজন ফায়ার সার্ভিসকে জানায়।
পরে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপতালমর্গে পাঠানো হয়। লালবাগ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লালবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।