শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি সোয়েটার শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায় ও প্রায় ৩ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
রবিবার শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের গোল্ডেন টাইমস সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটীর মাওনা পল্লীবিদ্যুত মোড়ে অবস্থিত গোল্ডেন টাইমস সোয়েটার কারখানার প্রায় ৩শ’ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদ ও বকেয়া বেতনের পরিশোধের দাবিতে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা রবিবার বেলা ১২টার দিকে ওই কারখানায় আগুন ধরিয়ে দেয়। এক ঘণ্টা পর ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায ধাওয়া পাল্টাধাওয়া চলতে থাকে। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ ছত্রভঙ্গ করতে চাইলে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে রবিবার বকেয়া পরিশোধ ও ছাঁটাই করা শ্রমিকদের পনর্বহালের আশ্বাস দেয়। কিন্তু পূর্বনির্ধারিত দিন রবিবার সকালে কারখনার প্রায় ৮শ’ শ্রমিক বেতন নিতে এসে কারখানার গেট বন্ধ দেখতে পায়। এর পরই তারা বিক্ষুব্ধ হয়ে কারখানায় ভাংচুর চালাতে থাকে।আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত শ্রমিকরা পরে কারখানার বাইরে থেকে ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে আগুন সংযোগ করলে কারখানার দুটি জেনারেটরসহ প্রথম ও দ্বিতীয় তলার একাংশ করে পুড়ে যায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুদিকে ১২ কিলোমিটার জুরে তীব্র যানজটে আটকাপড়ে শতশত যানবাহন।এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করলে সাধারণ পথচারী ও আশপাশের দোকানগুলোর অনত্মত ১০ জন দোকানি আহত হন।
স্থানীয় আলিফ ফার্মেসির মালিক মুকুল হোসেন জানান, পুলিশ তাকে দোকানে ঢুকে বেধড়ক মারপিট করে। প্রায় তিন ঘণ্টা পর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ নাগ ও শ্রীপুর থানা ওসি আক্তারুজ্জামানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।