আজ থেকে ৪ দিনব্যাপী ভারতের গোয়ার সাংস্কৃতিক রাজধানী পানাজিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০১১। এতে সাউথ এশিয়ার ৮টি দেশের ৫০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ইমপ্রেস টেলিফিল্মের ৩টি চলচ্চিত্র গহীনে শব্দ, ডুবসাঁতার ও অবুঝ বউ প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে।

আরো প্রদর্শিত হবে রুবাইয়াত হোসেন নির্মিত বাংলাদেশের চলচ্চিত্র মেহেরজান। ওইদিন পানাজির কলা একাডেমিতে স্থানীয় সময় বিকাল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী দিগাম্বর কামাত। এ সময় উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার ৮টি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবারে উৎসবের মূল আয়োজনে ভারতের সদ্যপ্রয়াত চলচ্চিত্রাভিনেতা শাম্মী কাপুর এবং বাংলাদেশের সদ্যপ্রয়াত চিত্রপরিচালক তারেক মাসুদকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হবে।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনের ক্যাটাগরিগুলো হলো  ক্লাসিক, শর্ট ফিল্ম, ডকুমেন্টরি, মূলধারার চলচ্চিত্র ও নবাগত পরিচালকের চলচ্চিত্র। সাউথ এশিয়াভুক্ত দেশগুলো হলো  বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।