১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ডিয়েগো ম্যারাডোনা ও সার্জিও বাতিস্তা। কিন্তু পরবর্তী সময়ে কোচ হিসেবে আর্জেন্টিনার শিরোপা-খরা ঘোচাতে ব্যর্থ হয়েছেন দুজনই।

 ম্যারাডোনা বিদায় নিয়েছিলেন গত বছর বিশ্বকাপের পর। আর এ বছর দেশের মাটিতে ব্যর্থ কোপা আমেরিকা মিশন শেষে বহিষ্কার করা হয়েছে সার্জিও বাতিস্তাকে। এবার আর্জেন্টিনার ব্যর্থ দুই কোচ জড়িয়ে পড়েছেন কথার লড়াইয়ে। শুধু তাই নয়, অপমানজনক মন্তব্য করার জন্য ম্যারাডোনাকে আদালতে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন সার্জিও বাতিস্তা।
দলে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার জন্য বাতিস্তা ঘুষ নিয়েছিলেন বলে গত বুধবার এক সাক্ষাত্কারে অভিযোগ করেছিলেন ম্যারাডোনা। একটি সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ‘নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে জায়গা দেয়ার জন্য এজেন্ট কার্লোস ম্যাক অ্যালিস্টার আমাকে ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছিলো। এর আগে সে বাতিস্তা ও তার সহকারী জোসে লুইস ব্রাউনের সাথেও এ ধরনের কাজ করেছে বলে জানিয়েছিলো। কিন্তু আমি জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করার পর এ ঘুষ সংস্কৃতি বন্ধ হয়েছিলো।’
ম্যারাডোনার এ বক্তব্যকে খুবই অপমানজনক বলে বিবেচনা করছেন বাতিস্তা। এ ধরনের মিথ্যা অভিযোগ করার জন্য আর্জেন্টাইন এ কিংবদন্তীর বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন তার বিশ্বকাপজয়ী দলের সতীর্থ। এক সাক্ষাৎকারে বাতিস্তা বলেছেন, ‘আমি ম্যারাডোনার বিরুদ্ধে মামলা করবো। কারণ এটা একটা মিথ্যা অভিযোগ। এ ধরনের কোনো ঘটনাই কখনো ঘটেনি। আমি ম্যারাডোনাকে অনেক দিন ধরে চিনি। আমরা একসাথে অনেকদিন খেলেছি। তার এ ধরনের মন্তব্য সত্যিই দুঃখজনক।’