পাকিস্তান বলেছে সে দেশে চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রচেষ্টার যে সমালোচনা  যুক্তরাষ্ট্র করেছে, তা দুদেশের মধ্যে সন্ত্রাস দমন সংক্রান্ত সহযোগিতার বিরুদ্ধে কাজ করবে।

 যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা বুধবার পাকিস্তানকে সতর্ক করে দেন যে যুক্তরাষ্ট্র তার ভাষায় আফগানিস্তানে পাকিস্তান ভিত্তিক চরমপন্থীদের কাছ থেকে আমেরিকান বাহিনীকে রক্ষা করার জন্য যথাসাধ্য করবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সন্দেহ করেন যে আফগান রাজধানীতে মঙ্গলবারের ২০ ঘন্টার আক্রমণ অভিযানের পেছনে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় অঞ্চল ভিত্তিক উগ্রবাদী হাক্কানী নেটওয়ার্ক-এর হাত ছিল। মারাত্মক ওই আক্রমণে উগ্রবাদীরা কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এবং নেটোর সদর কার্যালয়ে রকেট চালিত গ্রেনেড ছোড়ে ।