ম্যাডাগাসকারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট তার দ্বীপরাষ্ট্রে গনতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে পরিকল্পনার ব্যাপারে রাজী হয়েছেন। এই পরিকল্পনার অধীনে সামরিক অভ্যুথ্থানের নেতা যিনি তাকে ক্ষমতাচ্যুত করেছেন তিনিই নির্বাচন হওয়া অবধি দায়িত্বে থাকবেন।
এক বছরের মধ্যেই নির্বাচন হবে।এই প্রস্তাবের অধীনে মার্ক রাভালোমানানা ম্যাডাগাসকারে ফিরে যেতে পারবেন।শনিবার আনটানানারিভোতে চুক্তি সাক্ষর করেন ম্যাডাগাসকারের সামরিক সমর্থন পুষ্ট প্রেসিডেন্ট অ্যান্ড্রি রায়োলিনা এবং মি রাভালোমানানার একজন প্রতিনিধি। ২০০৯ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মি রাভালোমানানা দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন।