গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের  ৬৬তম অধিবেশনে যোগদানের উদ্দেশে যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফরে নিউইয়র্কে পেঁৗছান।শেখ হাসিনা আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বক্তৃতা করবেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও নিউইয়র্কে স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফরকালে শেখ হাসিনা দ্বিপক্ষীয় বিভিন্ন বৈঠক ছাড়াও জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাসবাদ দমন, সংক্রামক ব্যাধি, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তাসহ বেশ কয়েকটি সিম্পোজিয়ামে যোগ দেবেন।