চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাই পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে সাকিবের কলকাতা নাইটরাইডার্স। গতকাল সোমবার তারা ২ রানে হারিয়েছে অকল্যান্ডকে।
খেলায় আগে ব্যাটিঙে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান করে কলকাতা। মানভিন্দর বিসলা ৪৫, জ্যাক ক্যালিস ৩৩ ও বাংলাদেশের সাকিব আল হাসান ৪ রান করেন, এবং ২ ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ১১। দুর্ভাগ্যক্রমে রান আউট হন সাকিব।
জবাবে তীব্র প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোলে অকল্যান্ড। লু ভিনসেন্টের ৪০, কলিন মানরোর ২০ ও কাইল মিলসের অপরাজিত ১৯ রানের সুবাদে জয় থেকে মাত্র ২ রান পিছিয়ে থাকে অকল্যান্ড। ১১৯ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে তারা। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কলকাতার বিসলা।
এদিকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ৫ উইকেটে হারিয়েছে রাহুনাকে। চন্দিমালের অর্ধশতক (৫০ রান), গুনারত্নের ২০, সম্পথের ২৩ ইনিংস শ্রীলঙ্কার দলকে ১৩৮ রানের সংগ্রহ এনে দেয়। এরপর ব্যাট করতে নেমে ত্রিনিদাদ দাপিয়ে খেলে ৭ বল বাকি থাকতেই জয়ের চেয়ে বেশি ১৪৪ রান করে ৫ উইকেটে। ব্রাভো অপরাজিত ৪৪ ও গঙ্গা হার না মানা ৩৯ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন গঙ্গা।